উপাধ্যক্ষ মহোদয়ের জীবনালেখ্য
সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
উপাধ্যক্ষ মহোদয়ের জীবনালেখ্য
প্রফেসর মিটুল চৌধুরী মানিকগঞ্জ জেলার সদর থানার উত্তর সেওতা গ্রামে ১৯৬৮ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে বিএসসি অনার্স এবং ১৯৮৯ সালে এমএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৩ সালের ২২ শে নভেম্বর মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ , ময়মনসিংহে তিনি অর্থনীতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি ০৬ টি কলেজে অধ্যাপনা করেন। তিনি দীর্ঘদিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তে সম্পাদক পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।চাকুরিকালে তিনি ফাউন্ডেশন ট্রেনিং, এসিইএম, এসএসসিইএম, পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ১৩/৮/২০২৩ তারিখ সরকারি বাঙলা কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। এর পূর্বে তিনি সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। উপাধ্যক্ষ পদে যোগদানের পূর্ব পর্যন্ত ২০২২ সালের জানুয়ারি থেকে একাধারে দ্বিতীয় মেয়াদে শিক্ষক পরিষদের নির্বাচিত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।