সংস্কৃতিমনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল গ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে ১৯৮৭ সালে বিএ অনার্স এবং ১৯৮৮ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় অবতীর্ন হয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মনোনীত হয়ে ১৯৯৩ সালে প্রভাষক (ইংরেজি) হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজে যোগদান করেন। কর্মজীবনে তিনি কারমাইকেল কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি মুজিবুর রহমান সরকারি মহিলা কলেজ, সরকারি দেবেন্দ্র কলেজ, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, জগন্নাথ কলেজ ও পরবর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নরসিংদী সরকারি কলেজ, ঢাকা কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, ঢাকা কলেজে অধ্যাপনা করেন। তিনি ইউনেস্কো জাতীয় কমিশনে সিনিয়র সহকারী সচিব, TQI-2 প্রকল্পে ডিপিডি (এডমিন এন্ড ফিন্যান্স) এবং নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সংসদে প্রদত্ত ভাষনের ইংরেজি অনুভাতকারী দলের সদস্য ও দলনেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এনসিটিবি কর্তৃক প্রনীত অষ্টম শ্রেনির নৈতিক শিক্ষা বইয়ের ইংরেজি ভার্সনে (Moral Education) রুপান্তরের কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেন। তিনি দেশে এবং বিদেশে (জাপান, থাইল্যান্ড ও অস্ট্রোলিয়া) শিক্ষা, প্রশাসন ব্যবস্থাপনা ও ইএলটি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সরকারি বাঙলা কলেজে ১৩/০৪/২০২৩ খ্রি. অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। উতোপূর্বে তিনি ৩০/১২/২০১৯ খ্রি. থেকে সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।